EIIN-120961, বিদ্যালয় কোডঃ শিক্ষা বোর্ড-৭৫৫৪
E-mail: info@nhhighschool.edu.bd

অবকাঠামো

বিদ্যালয়ের ভূমির পরিমান: বিদ্যালয়টি ০.৭৫একর জমির উপর অবস্থিত। তাছাড়া ১.৮৮ একর পরিমান জমিতে খেলার মাঠ এবং ৫ একরের কিছু বেশি ফসলী জমি আছে।

বিদ্যালয় ভবন: বিদ্যালয়ের প্রাচীন ভবনটি মাওলানা আব্দুল্লাহিল বাকী প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীন ভবনটি ভেংগে গেলে ১৯৯৪ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৩ শ্রেণীকক্ষ বিশিষ্ট ২১০০বর্গ ফুটের একটি একতলা  ভবন ও ২০০৪ সালে ৩ কক্ষ বিশিষ্ট ৩০০০ বর্গ ফুটের আরও একটি একতলা ভবন নির্মান করা হয়। পরে প্রধানত: মাওলানা বাকীর বংশধর ও স্থানীয় শিক্ষানুরাগী  অন্যান্য ব্যক্তি বর্গের অনুদানে  ২০১১ সালে প্রথম বিল্ডিংয়ের  উপর এবং ২০১৩ সালে  ২য় বিল্ডিংয়ের  উপর দোতলা নির্মিত হয়। 

বিভাগ সমূহ: বিজ্ঞান, মানবিক ও বানিজ্য।

শাখা সংখ্যা: ৬ষ্ঠ শ্রেণীতে ৫টি, ৭ম শ্রেণীতে ৪টি, ৮ম শ্রেণীতে ৩টি শাখা আছে।

বৈদ্যুৎতিক সংযোগ : পল্লী বিদ্যুৎ সংযোগ আছে।

শ্রেণী কক্ষ : ১৪টি শ্রেণী কক্ষ।

বিজ্ঞান ভবন : ১৯৬৮ সালে নির্মিত। স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্থ হয়েছে, বর্তমানে ব্যবহারে উপযোগী নয়।

টিনশেড ভবন : শিক্ষার উপযুক্ত নয়। ৩৬ জন ছাত্র বসার উপযোগী ।

টয়লেট : ১৩ টি, প্রতি টয়লেটে পাম্পের পানি সরবরাহ করা হয়।

কম্পিউটার ল্যাব : ল্যাব ১টি, ডেস্কটপ ১১টি, ল্যাপটপ ৩টি, মাল্টিমিডিয়া প্রজেক্টর ২টি এবং ইন্টারনেট
কানেকশন এর জন্য তিনটি মডেম আছে।

অন্যান্য কক্ষ : প্রধান শিক্ষক কক্ষ ১টি, শিক্ষক বৃন্দের কক্ষ ১টি। শিক্ষকদের কক্ষটি ছোট, যথাযথ মান সম্পন্ন নয়, কক্ষের অভাবে প্রধান শিক্ষকের কক্ষের প্রায় অর্ধাংশ অফিস কক্ষ হিসেবে ব্যবহার করা হয়।

লাইব্রেরীতে বইয়ের সংখ্যা : দুই হাজারের বেশি।

স্কাউট, গার্লস গাইড ও ক্যারাটে কার্যক্রম : চালু আছে। ৩৬ জন ছাত্রছাত্রী ও ২০ জন ছাত্রকে ক্যারাটে প্রশিক্ষন দেয়া হয়েছে।