EIIN-120961, বিদ্যালয় কোডঃ শিক্ষা বোর্ড-৭৫৫৪
ই-মেইল: nhschoolbd@yahoo.com

প্রতিষ্ঠাতা

মরহুম মাওলানা আব্দুল্লাহিল বাকী (১৮৮৬-১৯৫২)।

তিনি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রীয় ভূমিকা পালন করেন। বৃর্টিশ ভারতে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য ছিলেন। পরবর্তিতে পাকিস্তান গণ পরিষদের সদস্য ও পূর্ব পাকিস্তান আইন পরিষদেরও সদস্য নির্বাচিত হন।

শিক্ষকদের তালিকা

01 copy

মুহাম্মদ রেজাউল করিম প্রধান শিক্ষক

যোগদানের তারিখ: 10/10/1995

Humayun Kabir Sir

মোঃ হুমায়ুন কবীর সহকারী প্রধান শিক্ষক

যোগদানের তারিখ: 01/01/2019

10 copy

মুহাম্মদ হাফিজুর রহমান সহকারী শিক্ষক (কৃষি)

যোগদানের তারিখ: ০১/০৩/১৯৯৭

সকল শিক্ষকের তালিকা

বিদ‍্যালয় সম্পর্কে

নুরুল হুদা উচ্চ বিদ্যালয় পার্বতীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা সদর থেকে ৯ কিঃ মিঃ পূর্বে (অক্ষাংশ উঃ ২৫° ৩৮’ ২৫.৬” , দ্রাঘিমাংশ পূঃ ৮৮° ৫৯’ ১৭.১” )। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালা-১৯০৭।

বিদ্যালয়টি ০.৭৫একর  জমির উপর অবস্থিত।  তাছাড়া  ১.৮৮ একর পরিমান জমিতে খেলার মাঠ এবং ৫ একরের কিছু বেশি ফসলী  জমি  আছে।

বিদ্যালয়ের প্রাচীন ভবনটি  মাওলানা আব্দুল্লাহিল বাকী প্রতিষ্ঠা করেছিলেন।  প্রাচীন ভবনটি ভেংগে গেলে ১৯৯৪ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৩ শ্রেণীকক্ষ বিশিষ্ট ২১০০বর্গ ফুটের একটি একতলা  ভবন ও ২০০৪ সালে ৩ কক্ষ বিশিষ্ট ৩০০০ বর্গ ফুটের আরও একটি একতলা ভবন নির্মান করা হয়। পরে প্রধানত: মাওলানা বাকীর বংশধর ও স্থানীয় শিক্ষানুরাগী  অন্যান্য ব্যক্তি বর্গের অনুদানে  ২০১১ সালে প্রথম বিল্ডিংয়ের  উপর এবং ২০১৩ সালে  ২য় বিল্ডিংয়ের  উপর দোতলা নির্মিত হয়।

নামের রূপান্তর ও মেয়াদ কালঃ

ক্রঃ নং নাম হইতে পর্যন্ত মন্তব্য
01 নূরুল হুদা মাইনর স্কুল 1907
02 নূরুল হুদা জুনিয়র মাদ্রাসা 1950
03 নূরুল হুদা হাই মাদ্রাসা 1951 1962
04 নূরুল হুদা উচ্চ বিদ্যালয় 1963 চলমান