EIIN-120961, বিদ্যালয় কোডঃ শিক্ষা বোর্ড-৭৫৫৪
ই-মেইল: nhschoolbd@yahoo.com
নুরুল হুদা উচ্চ বিদ্যালয় পার্বতীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা সদর থেকে ৯ কিঃ মিঃ পূর্বে (অক্ষাংশ উঃ ২৫° ৩৮’ ২৫.৬” , দ্রাঘিমাংশ পূঃ ৮৮° ৫৯’ ১৭.১” )। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালা-১৯০৭।
বিদ্যালয়টি ০.৭৫একর জমির উপর অবস্থিত। তাছাড়া ১.৮৮ একর পরিমান জমিতে খেলার মাঠ এবং ৫ একরের কিছু বেশি ফসলী জমি আছে।
বিদ্যালয়ের প্রাচীন ভবনটি মাওলানা আব্দুল্লাহিল বাকী প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীন ভবনটি ভেংগে গেলে ১৯৯৪ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৩ শ্রেণীকক্ষ বিশিষ্ট ২১০০বর্গ ফুটের একটি একতলা ভবন ও ২০০৪ সালে ৩ কক্ষ বিশিষ্ট ৩০০০ বর্গ ফুটের আরও একটি একতলা ভবন নির্মান করা হয়। পরে প্রধানত: মাওলানা বাকীর বংশধর ও স্থানীয় শিক্ষানুরাগী অন্যান্য ব্যক্তি বর্গের অনুদানে ২০১১ সালে প্রথম বিল্ডিংয়ের উপর এবং ২০১৩ সালে ২য় বিল্ডিংয়ের উপর দোতলা নির্মিত হয়।
নামের রূপান্তর ও মেয়াদ কালঃ
ক্রঃ নং | নাম | হইতে | পর্যন্ত | মন্তব্য |
---|---|---|---|---|
01 | নূরুল হুদা মাইনর স্কুল | 1907 | – | |
02 | নূরুল হুদা জুনিয়র মাদ্রাসা | – | 1950 | |
03 | নূরুল হুদা হাই মাদ্রাসা | 1951 | 1962 | |
04 | নূরুল হুদা উচ্চ বিদ্যালয় | 1963 | চলমান |