EIIN-120961, বিদ্যালয় কোডঃ শিক্ষা বোর্ড-৭৫৫৪
ই-মেইল: nhschoolbd@yahoo.com
শিক্ষা প্রতিষ্ঠানের নাম: নূরুল হুদা উচ্চ বিদ্যালয়
অবস্থান: নুরুল হুদা উচ্চ বিদ্যালয় পার্বতীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা সদর থেকে ৯ কিঃ মিঃ পূর্বে (অক্ষাংশ উঃ ২৫° ৩৮’ ২৫.৬” , দ্রাঘিমাংশ পূঃ ৮৮° ৫৯’ ১৭.১” )। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালা-১৯০৭।
প্রতিষ্ঠাকাল: 1907
প্রতিষ্ঠাতা: মরহুম মাওলানা আব্দুল্লাহিল বাকী (১৮৮৬-১৯৫২), ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রীয় ভূমিকা পালন করেন। বৃর্টিশ ভারতে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য ছিলেন। পরবর্তিতে পাকিস্তান গণ পরিষদের সদস্য ও পূর্ব পাকিস্তান আইন পরিষদেরও সদস্য নির্বাচিত হন।
|