EIIN-120961, বিদ্যালয় কোডঃ শিক্ষা বোর্ড-৭৫৫৪
ই-মেইল: nhschoolbd@yahoo.com

বিদ্যালয়ের ইতিহাস

শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য

শিক্ষা প্রতিষ্ঠানের নাম: নূরুল হুদা উচ্চ বিদ্যালয়

অবস্থান: নুরুল হুদা উচ্চ বিদ্যালয় পার্বতীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা সদর থেকে ৯ কিঃ মিঃ পূর্বে (অক্ষাংশ উঃ ২৫° ৩৮’ ২৫.৬” , দ্রাঘিমাংশ পূঃ ৮৮° ৫৯’ ১৭.১” )। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালা-১৯০৭।

প্রতিষ্ঠাকাল: 1907

প্রতিষ্ঠাতা: মরহুম মাওলানা আব্দুল্লাহিল বাকী (১৮৮৬-১৯৫২), ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রীয় ভূমিকা পালন করেন। বৃর্টিশ ভারতে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য ছিলেন। পরবর্তিতে পাকিস্তান গণ পরিষদের সদস্য ও পূর্ব পাকিস্তান আইন পরিষদেরও সদস্য নির্বাচিত হন।

নামের রূপান্তর ও মেয়াদ কালঃ
ক্রঃ নং নাম হইতে পর্যন্ত মন্তব্য
01 নূরুল হুদা মাইনর স্কুল 1907
02 নূরুল হুদা জুনিয়র মাদ্রাসা 1950
03 নূরুল হুদা হাই মাদ্রাসা 1951 1962
04 নূরুল হুদা উচ্চ বিদ্যালয় 1963 চলমান